advertisement

adverisement

your javascript ads here

Monday, 18 July 2016

আসছে পরীক্ষাগারে তৈরি মুরগি !!

আসছে পরীক্ষাগারে তৈরি মুরগি !!

 এখন পরীক্ষাগারেই বানানো হবে মাংস। ‘ল্যাবে মুরগির মাংস তৈরি করা যায়’-এমনটা লক্ষ্য করার পর থেকে এই ক্রাউডফান্ডিং প্রচারণা শুরু হয়েছে। প্রস্তাবিত প্রযুক্তিতে একটি মুরগি থেকে একটি ছোট বায়োপসি নমুনা নিয়ে বিজ্ঞানীরা ল্যাবে টিসু বৃদ্ধি করবেন। ইসরাইলের মাংস উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘সুপারমিট’ বিশ্বাস করে যে, এই প্রক্রিয়ায় সৃষ্ট মাংস


একটি “প্রাণি মাংসের জন্য টেকসই প্রতিস্থাপন” হতে পারে।




তিনি আরও বলেন, ” সুপারমিট প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল খাদ্য শিল্পে আমূল পরিবর্তন সাধন করা, এবং ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে ‘পশু-খাদ্যহীন’ মানবিক সমাধান নিশ্চিত করা, যা আমাদের শিশুদের জন্য একটা ভাল ভবিষ্যতে বেড়ে উঠতে সাহায্য করবে।”

0 comments:

Post a Comment