advertisement

adverisement

your javascript ads here

Saturday, 23 July 2016

নিজেকে নিয়ে হীনমন্যতায় ভোগ না, জেনে রেখ স্রষ্টা নিশ্চয় কোন উদ্দেশ্য ছাড়া তোমাকে এভাবে সৃষ্টি করেনি।


নিজেকে নিয়ে হীনমন্যতায় ভোগ না, জেনে রেখ স্রষ্টা নিশ্চয় কোন উদ্দেশ্য ,ছাড়া তোমাকে এভাবে সৃষ্টি করেনি।

নিজেকে নিয়ে হীনমন্যতায় ভোগ না,
জেনে রেখ স্রষ্টা নিশ্চয় কোন উদ্দেশ্য
ছাড়া তোমাকে এভাবে সৃষ্টি করেনি।
..
তুমি কালো,তুমি বেটে,কিংবা
বেটপ লম্বা? তোমাকে নিয়ে বেটপ হাসাহাসি করে?
একে শক্তি হিসেবে নাও,
জেনে রেখ যারা স্রষ্টার সৃষ্টি নিয়ে
হাসি ঠাট্টা করে তিনিও তাদের বেশি
দূর যেতে দেন না।
..
বিনয়ী হও,তাতে সম্মানী হবে।
রাস্তায় হেডফোন কানে হাটা ছেলেটি
নিজেকে যতই স্মার্ট ভাবুক না কেন,
সবাই তাদের বেয়াদব, বখাটে বলে।
তোমার মত ছেলেটিকে তোমার
অজান্তেই ভদ্র,ভাল ছেলে ভাবে।
..
নিজের উপর বিশ্বাস রাখ,
খোজ নিয়ে দেখ পৃথিবীতে বড় বড়
মানুষরা সুপুরুষ ধনী ছিলেন না।
বিজ্ঞানী আইনাস্টাইনের চেহারা যথেষ্ট
খারাপ ছিল।হযরত বেলাল (র) যথেষ্ট কালো
ছিলেন।কিন্তু তারা তাদের নিজ নিজ
কাজের বদৌলতে মানুষের পূজনীয়।
.
মানুষের বাহ্যিক সৌন্দর্য চিরকাল থাকেনা। সুন্দরী মেয়েটারও চিরকাল চাকচিক্য থাকেনা।তার চামড়াও কুচকে যাবে। কিন্তু যার সৌন্দর্য ভেতরে,সে চিরকাল সুন্দর।তার সৌন্দর্য কমেনা,
বরঞ্চ উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে।
..
ভেবে দেখ তুমি কত দামী..
আর কতকাল সুন্দরের দিকে তাকিয়ে
দীর্ঘনিশ্বাস ফেলবে?
তার চেয়ে নিজের ভেতরের
সৌন্দর্যটা ফুটিয়ে তোল।
কথা দিতে পারি ঠকবে না।
→→

0 comments:

Post a Comment