advertisement

adverisement

your javascript ads here

Friday, 8 July 2016

ক্রিকেটার জাবেদ মারা গেছেন |




স্মরণীয় ক্রিকেট ব্যক্তিত্ব ও আইসিসির বিভিন্ন গুরু দায়িত্ব পালনকারী জাভেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার মারা যান তিনি। এ পাকিস্তানী ক্রিকেটারের মৃত্যুকালে বয়স হয়েছিলো ৭৫ বছর। শোকে কাঁদছে পাকিস্তান। তাঁর পুরো নাম জাভেদ আক্তার।মাত্র ২১ বছর বয়সে স্পিনার হিসেবে অভিষেক হয় জাবেদের। ১৯৬২ সালে
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় তার। ক্রিকেটের অধ্যায় শেষ করে আইসিসিতে নানা দায়িত্ব পালন করেন তিনি।
আইসিসিতে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সর্বশেষ ১৯৯৯ সালের বিশ্বকাপে আম্বায়ার ছিলেন জাভেদ আকতার। বিশ্বকাপে ইংল্যান্ড ও ভারতের বিপক্ষের ম্যাচে শেষ বারের মত দায়িত্ব পালন করেন তিনি।

Related Posts:

0 comments:

Post a Comment