advertisement

adverisement

your javascript ads here

Monday, 18 July 2016

অবিশ্বাস্য! একজন মরা মানুষ এগুলো করতে পারে ?

অবিশ্বাস্য! একজন মরা মানুষ এগুলো করতে পারে ? 

অবাক লাগছে? এটাই সত্যি। একজন মরা মানুষ নাকি এগুলো সবই করতে পারেন। কী কী? চলুন দেখে নেওয়া যাক-

১) মৃতদেহ গোঙাতে পারে! হ্যঁ, মৃত্যুর পরেও একজন মানুষের দেহ থেকে আসতে পারে গোঙানির আওয়াজ। ভোকাল কর্ডগুলি শক্ত হয়ে যাওয়ার কারণে ও ব্যাকটেরিয়া থেকে নির্গত গ্যাসের কারণেই এই গোঙানির আওয়াজ হয়।
২)....উত্তেজিত হয়ে উঠতে পারে! একটা মানুষ মরে গেছে। তাঁর শরীরে আবার উত্তেজনা কোথায়? কিন্তু না, এমনটা হতে
পারে। এর কারণও হল মৃত্যুর পর পেশী সংকোচন।

৩) আড়মোড়া ভাঙতে পারে! হাত-পা মুচড়ে যেভাবে লোকে জীবিত অবস্থায় আড়মোড়া ভাঙে, অনেকটা ঠিক সেইভাবে। কারণ, অত্যধিক পেশী সংকোচন। যে কারণে অনেকসময় উঠে বসতে দেখা যায় মৃতদেহকে।

৪) মৃতদেহ মলত্যাগ, মূত্রত্যাগও করতে পারে! কারণ, মৃত্যুর পর স্ফিংটার খুলে যায়। যারফলে শরীর থেকে বেরিয়ে যায় জমে থাকা মূত্র ও মল।

৫) মৃতদেহে তৈরি হওয়া গ্যাসের কারণে নিজে থেকেই কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসতে পারে চোখ। বেরিয়ে আসতে পারে জিভও। মনে হবে, সে যেন আপনাকে গিলে খেতে আসছে!

Related Posts:

0 comments:

Post a Comment